মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের উদ্যোগে হলদিয়ার দুর্গাচকে কুমারচন্দ্র জানা অডিটরিয়ামে দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামীজির জন্মদিন উদযাপন হয়েছে। অনুষ্ঠানে হলদিয়া, সুতাহাটা, মহিষাদলের ১৪টি স্কুলের প্রায় এক হাজার পড়ুয়া, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন। স্বামীজির জীবন ও আদর্শ নিয়ে এদিন স্কুলভিত্তিক আকর্ষণীয় ডিজিটাল ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্কুল ক্যুইজে প্রথম হয়েছে চকদ্বীপা হাইস্কুল, দ্বিতীয় ডিএভি পাবলিক স্কুল এবং তৃতীয় হয়েছে পরাণচক হাইস্কুল। ক্যুইজে জয়ী স্কুলগুলিকে রুপোর স্মারক ও স্বামীজির বাণী সম্বলিত ফলক ও ছবি পুরস্কার দেওয়া হয়েছে। বাড়ির উঠানে গাছ লাগাতে উৎসাহিত করতে এদিন পড়ুয়াদের আম ও লেবুর চারা দেওয়া হয়েছে। স্কুলপড়ুয়াদের নিয়ে এদিন দুপুরে যুব সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে পড়ুয়াদের স্বামীজির ভাবধারায় উদ্বুদ্ধ করেন গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের স্বামী বেদনিষ্ঠানন্দজি মহারাজ, মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের স্বামী জ্ঞানিবরানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বামী গৌতমানন্দজি মহারা। বেদনিষ্ঠানন্দজি মহারাজ সুইজারল্যান্ডে বেদান্ত সোসাইটির দায়িত্বে ছিলেন একসময়। তাঁর বক্তব্যে আপ্লুত পড়ুয়া ও শ্রোতারা। যুব সম্মেলনে স্বামীজির গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছে বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পড়ুয়া আদৃতা দোলই।
এদিন বিকেলে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়ার পুলিস আধিকারিক, বিভিন্ন শিল্প সংস্থার পদস্থ আধিকারিক, রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। উদ্বোধনে হলদিয়ার নামী শিল্পী দ্যুতিপ্রসাদ অধিকারী স্বামীজির গান পরিবেশন করেন। এদিন একইসঙ্গে সুতাহাটার নবকুসুম সঙ্ঘের খুদেরা স্বামীজির জীবনের বিভিন্ন বিষয় জীবন্ত মডেলের আকারে প্রদর্শন করে। অনুষ্ঠানে দু’টি প্রকল্পের সূচনা হয়েছে। এরপর হলদিয়ার দুই বরিষ্ঠ সাংবাদিক সত্যেন্দ্রনাথ নায়ক ও মনিকা দাসকে ‘উত্তিষ্ঠত জাগ্রত সম্মাননা ২০২৫’ দেওয়া হয়েছে। রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সাধারণ সম্পাদক বিবেকাত্মানন্দজি বলেন, মিশন ও পেট্রকেম কর্তৃপক্ষ যৌথভাবে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে গ্রামোন্নয়নের কাজ শুরু করছে। মৌমাছি পালনের জন্য ৩০জন মহিলাকে বিশেষ বাক্স দেওয়া হয়েছে। সুন্দরবনের মৌ পালকরা প্রশিক্ষণ দেবেন। পেট্রকেমের জেনারেল ম্যানেজার সমীরণ সরকার, টিসিজি ফাউন্ডেশনের ডিরেক্টর শ্রেয়সী মৈত্র বলেন, স্বামীজির ভাবধারা মিশনের উদ্যোগে পড়ুয়াদের কাছে জীবন্ত করে তুলে ধরা হয়েছে।