মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
শিক্ষক, শিক্ষিকাদের মতে, যে শিক্ষার্থী যত দ্রুত শুদ্ধভাবে রিডিং পড়তে পারে, সে পরীক্ষার সময়ে তত নির্ভুলভাবে লিখতেও সক্ষম হয়। রিডিং পড়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। তা সে বাংলা বা ইংরেজি যে কোনও বিষয়ই হতে পারে। শিক্ষার্থীদের মস্তিষ্ক যত দ্রুত একটি বর্ণ ধরতে পারে বা সেই সঙ্গে উচ্চারণ করতে পারে, তার ওপর নির্ভর করে তার দক্ষতা কতটুকু। দুঃখজনকভাবে প্রাথমিক শ্রেণি থেকেই শিক্ষার্থীদের রিডিং পড়ায় দুর্বলতা থেকে যাচ্ছে।
সভাধিপতি বলেন, একটি শিশু যখন তার শিক্ষাজীবন শুরু করে, তখন কিন্তু প্রথমেই পড়তে শেখে। এরপর আসে লেখা। ধীরে ধীরে সে মুখে বলে এবং লিখতে পারে। একজন প্রাথমিক শিক্ষার্থী মূলত যে দুই ধরনের যোগ্যতা অর্জন করে তা হল পড়তে পারা এবং লিখতে পারা। তাই পড়ার অভ্যাস আগে তৈরি করতে হবে। ভালো রিডিং পড়তে হবে বই দেখে। শিশুরা যাতে বই পড়ার অভ্যাস ফিরে পায় সেজন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশু শ্রেণি থেকে উচ্চশিক্ষার জন্য অভিনব শিক্ষা পদ্ধতি প্রয়োগ করছেন। এই ধরনের প্রতিযোগিতা তারই একটি অঙ্গ। বিদ্যালয় পরিদর্শক বলেন, পাঁচটি মহকুমায় ৪১টি সার্কেল থেকে দুই-একটি করে বিদ্যালয় এখানে অংশ নিয়েছে। প্রাথমিকের বাচ্চাদের বই পড়ার প্রতি উৎসাহ বাড়াতে আমাদের এই উদ্যোগ। আমরা সম্প্রতি শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং দিয়েছি। সেখানেও এই ব্যাপারে আলোকপাত করা হয়েছে। খুব ছোট থেকে মোবাইল হাতে নিচ্ছে বাচ্চারা। বাচ্চাদের বিভিন্ন স্টোরি টেলিং ও বানানের সমস্যা হচ্ছে। তাই এদিন এখানে এইসব বিষিয়ে কম্পিটিশন হয়েছে। এই মেলায় একটি রিডিং কর্নার করা হয়েছে। অংশগ্রহণকারী ৪০০ পড়ুয়ার প্রত্যেকের হাতেই একটি করে বই দেওয়া হবে। যাতে তারা বাড়িতে বই পড়া অভ্যাস করতে পারে। -নিজস্ব চিত্র