মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
৩১ বছর ধরে বন্ধুত্ব। স্কুলের সেই চেহারাটিও নেই। তবে, সোশ্যাল মিডিয়ার দৌলতে একে অপরের সঙ্গে যোগাযোগ রয়ে গিয়েছে। তারপর গতবারের মতো এবারও তাঁরা একসঙ্গে বোলপুরের মুলুকে পিকনিকের মাধ্যমে দিনভর স্মৃতি রোমন্থন করলেন। তাঁদের একজন সঞ্জয় মজুমদার বর্তমানে ভাবা এটোমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানী। আর এক বিজ্ঞানী দেবদূত রায়, সৌদি আরবিয়ান বেসিক ইন্ড্রাস্ট্রিয়াল কর্পোরেশনের বেঙ্গালুরু শাখায় কর্মরত রয়েছেন। এছাড়া সাংবাদিকতায় রয়েছেন সুজিত মণ্ডল, বোলপুর আদালতের আইনজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করছেন গৌতম সরকার। এছাড়াও শুভব্রত রায়চৌধুরী পেশায় বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব। বন্ধুদের একসঙ্গে পেয়ে ব্যবসায়ী অমিত সোমানি ও কলকাতা পুলিসের সাব ইন্সপেক্টর পদে কর্মরত সঞ্জীব পাত্র বলেন, গতবছরই প্রথম এই উদ্যোগ নেওয়া হয়। এ বছরও যে যার কাজ ফেলে ৫০জন বন্ধু দেশ ও রাজ্যের ভিন্নভিন্ন জায়গা থেকে বোলপুরে একত্রিত হয়েছি বলে অত্যন্ত আনন্দ হচ্ছে।