হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
গ্যাংটক, শিলিগুড়ি হয়ে কাপটি এখানে আসে। রাজ্যের হাতেগোনা কয়েকটি শহরেই এই কাপটির প্রদর্শনী হচ্ছে। এদিন আইপিএলের এই কাপের সঙ্গে দর্শকদের ছবি তোলার সুযোগ ছিল। সেই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই ছবি তুলেছেন। কেকেআর এর পতাকা ব্যানার হাতে ভক্তরা হাজির হয়েছিলেন। দেখা গিয়েছে খুদেদেরও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান তথা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুব্রত দত্ত সহ আরও বিশিষ্টরা। সুব্রতবাবু বলেন, গতবার আইপিএলে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সমর্থকরা যাতে উৎসাহিত হন, সেজন্যই কাপের প্রদর্শনী। নিজস্ব চিত্র।