হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শৌভিকের বাবা লটারি বিক্রেতা। সম্প্রতি তিনি ব্যবসায় বিপুল ক্ষতির সম্মুখীন হন। শৌভিক অনুষ্ঠান বাড়িতে ভিডিওগ্রাফির কাজ করতেন। বাজারে বাবার ঋণ হয়ে যাওয়ায় ক্যামেরা বিক্রি করে সেই ঋণ শোধ করেন। তাই সম্প্রতি শুরু করেন নতুন কাজের সন্ধান। শিলিগুড়ির একটি হোটেলে কাজও পান। শিলিগুড়িতে থেকে কাজ করবে বলে বাড়িতে জানান। বুধবার ছিল তাঁর নতুন কাজ যোগ দেওয়ার কথা। সকালে বন্ধু রাহুল সরকারের বাইক চেপে শিলিগুড়ির দিকে মাথাভাঙা থেকে রওনা হন। কিন্তু পথেই হল বিপত্তি। তাঁর আর কাজে যাওয়া হল না।
পুলিস জানিয়েছে, সরস্বতী ব্রীজ সংলগ্ন এলাকায় ঘটে দুর্ঘটনা। জ্বালানি ভরতে বাইক পেট্রোল পাম্পে যখন নিয়ে যাচ্ছিলেন তাঁরা সেই সময় ডাম্পার এসে বাইকে ধাক্কা মারে। রক্তাক্ত হন শৌভিক। ডাম্পার চালক ডাম্পার ছেড়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।
ঘাতক ডাম্পার। - নিজস্ব চিত্র।