হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
গোরুমারার ডিএফও দ্বিজপ্রতিম সেন বলেন, "জঙ্গলে বেশি মানুষজন কিংবা গাড়ি প্রবেশ করলে গণ্ডাররা তাদের অবস্থান পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে গণনায় সমস্যা দেখা দেবে। এই কারণেই ৫-৬ মার্চ পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ থাকছে।" তিনি আরও বলেন, "গণ্ডার গণনায় গোরুমারায় প্রায় ২০টি কুনকি হাতিকে কাজে লাগানো হচ্ছে। এছাড়া হেঁটে, গাড়িতে চেপে এবং ড্রোন উড়িয়েও চলবে গণ্ডার গণনার কাজ। দ্বিজপ্রতিমের সংযোজন, "মোট ৩৭টি দল কাজ করছে। প্রায় ১০০ বন কর্মী গণ্ডার গণনার কাজে যুক্ত থাকবেন। থাকছেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও। এর আগে ২০২২ সালে যখন গণনা হয়েছিল, গোরুমারায় গণ্ডারের সংখ্যা ছিল ৫৫। এবার তা ৬০ ছাড়িয়ে যাবে বলে আমাদের আশা।"