হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
স্মারকলিপি দেওয়ার আগে শিবমন্দিরের মেডিক্যাল মোড় থেকে মিছিল করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে আসেন এআইডিএসও’র সদস্যরা। তাঁরা গেট দিয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে পুলিস বাধা দেয়। তবে তাঁরা জোর করে ক্যাম্পাসে ঢুকতে যাননি। কিছুক্ষণ গেটের বাইরে দাঁড়িয়েই বিক্ষোভ প্রদর্শন করেন।
চার বছরের ডিগ্রি কোর্স বাতিল, স্থায়ী উপচার্য নিয়োগ, স্থায়ী পরীক্ষা নিয়ামক নিয়োগ, শিক্ষক-অধ্যাপকদের ফাঁকা পদ পূরণ, বিভিন্ন কলেজে পরিকাঠামো উন্নয়ন সহ সাতদফা দাবি ছিল তাঁদের। এআইডিএসও’র রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, সাত দফা দাবি নিয়ে আমরা স্মারকলিপি জমা করতে আসি। তবে পুলিস বাধা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই কর্তৃপক্ষের হাতে তা দিয়েছি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূপুর দাস বলেন, ওদের স্মারকলিপি হাতে এসেছে। তারমধ্যে বেশকিছু দাবি আমাদের হাতে নেই। কিছু বিষয় সরাসরি ভারত সরকার দেখে। যেসব আমাদের দিক থেকে সমাধান সম্ভব সেগুলি মেটানোর চেষ্টা করা হবে।