হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
বিদ্যুৎ কর্মাধ্যক্ষের অভিযোগ, দলের সভাপতিকে না জানিয়ে শাখা সংগঠনের ব্লক সভাপতি অঞ্চল কমিটি ঘোষণা করেছেন। তৃণমূল কিষান ও খেতমজুরের ব্লক সভাপতি দলের গাইডলাইন জানেন না। টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের তালিকায় রাখা হয়েছে।
প্রসঙ্গত, এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করে পশ্চিম শীতলকুচির তৃণমূল পার্টি অফিসে আটটি অঞ্চলের কমিটি ঘোষণা করেন সংগঠনের ব্লক সভাপতি সাহের আলি মিয়াঁ। সেখানে দলের শীতলকুচি ব্লক সভাপতি তপনকুমার গুহ উপস্থিত ছিলেন না। এ ব্যাপারে তিনি জানান, কিষান ও খেতমজুরের অঞ্চল কমিটির ঘোষণার বিষয়টি জানা নেই।
যদিও অভিযোগ অস্বীকার করে সংগঠনের শীতলকুচি ব্লক সভাপতি সাহের আলি মিয়াঁ জানান, দলের জেলা সভাপতির নির্দেশ মেনেই কমিটি ঘোষণা করা হয়েছে। তৃণমূল কিষান ও খেতমজুর কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি খোকন মিয়াঁ বলেন, শাখা সংগঠন তার নিজস্ব গতিতেই চলবে। এনিয়ে কোন্দলের কোনও অবকাশ নেই। দল একটাই, তৃণমূল কংগ্রেস। কেউ পদত্যাগ করেছে কি না খোঁজ নিয়ে দেখব।