বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ সুখবর পেতে পারেন। ... বিশদ
গাজোলে পুকুরটি বেশ গুরুত্বপূর্ণ। পুকুরের পাশে জনবসতি রয়েছে। ওই পুকুরে স্থানীয়দের একাংশ স্নান করেন। কারও বাড়িতে আগুন লাগলে পুকুরের জল কাজে লাগে। এলাকার পরিবেশও ভালো থাকে। প্রকাশ্যে দিনের বেলায় পুকুরটি ভরাট নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ। তাঁরা ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য দীপক সাহা বলেন, আমাদের গ্রামে পাঁচ বিঘার বেশি আয়তনের পুকুরটি রয়েছে। পুকুরের পাড় কয়েক ফুট উঁচু। আর্থমুভার দিয়ে ওই মাটি কেটে এদিন সকাল ৮টা থেকে পুকুর ভরাট চলছিল। পুকুরের অনেকটা বুজে গিয়েছে। সবাই মিলে বাধা দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি। পুকুর ভরাট করা বেআইনি। ওই পুকুর ভরাট করলে মানুষের অনেক অসুবিধা হবে।
গাজোল ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক বিশ্বজিৎ রায় বলেন, ঘটনাস্থলে এদিন পুলিস গিয়েছিল। কাজ আটকানো হয়েছে। পুকুর ভরাট নিয়ে নোটিস ইস্যু করা হয়েছে। সাত দিনের মধ্যে পুকুর খুঁড়ে ফের পুরনো অবস্থায় ফেরানোর জন্য বলা হয়েছে। না হলে মালিকের বিরুদ্ধে এফআইআর করা হবে। গাজোলের বিডিও সুদীপ্ত বিশ্বাস বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। নিজস্ব চিত্র