সংবাদদাতা, নাগরাকাটা: আর্থমুভার ও কংক্রিটের ওয়াচ টাওয়ারে ধাক্কা মেরে জখম হওয়া সেই দাঁতাল হাতিটির খোঁজে তল্লাশি শুরু করেছে বনদপ্তর। মঙ্গলবার তারঘেরা রেঞ্জের বনকর্মীরা জঙ্গলে তল্লাশি অভিযান চালান। কিন্তু পাওয়া যায়নি। আজ, বুধবার ফের হাতিটির খোঁজে নামা হবে বলে বনদপ্তর জানিয়েছে। খোঁজ পেলেই হাতিটির চিকিৎসা শুরু করা হবে। উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি প্রথমে ক্রান্তি এলাকার রাজাডাঙায় ঢুকেছিল দাঁতাল হাতিটি। পরে বেলা গড়াতেই মাল ব্লকের তারঘেরা রেঞ্জের আপালচাঁদ বনাঞ্চল লাগোয়া পুর্ব ডামডিমের সেনপাড়ায় ঢুকে পড়ে হাতিটি। কিন্তু উৎসুক জনতা হাতিটিকে উত্যক্ত করতে থাকে। এতে উত্তেজিত হয়ে পড়ে হাতিটি। আমন এক্কা নামে এক গাড়িচালক আর্থমুভার নিয়ে তাড়া করেছিল হাতিটিকে। উল্টো দাঁতালটি আর্থমুভারে নিজের মাথা দিয়ে সজোরে ধাক্কা মারলে জখম হয়। এদিকে, সোমবারই হাতিটির চিকিৎসার জন্য তিনজন প্রাণী চিকিৎসককে নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করেছে বনদপ্তর। মঙ্গলবার বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা তারঘেরা রেঞ্জের আপালচাঁদের জঙ্গল লাগোয়া চিড়াভিজা সেতুর কাছে জঙ্গলে হেঁটে হাতি খুঁজতে বের হন। কিন্তু পাওয়া যায়নি।
গোরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, মঙ্গলবার সকাল থেকে বনকর্মীরা হাতিটিকে অনেক খোঁজাখুঁজি করেও দেখতে পাননি। দেখতে পেলেই মেডিক্যাল টিম পাঠিয়ে চিকিৎসা শুরু করা হবে। বুধবার ফের খোঁজা হবে।