নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: সিপিএমের জেলা সম্মেলন শেষে ৭০ ঊর্ধ্ব অনন্ত রায়েই ভরসা রাখল দল। তৃতীয়বারের জন্য কোচবিহারে সিপিএমের জেলা সম্পাদক নির্বাচিত হলেন তিনি। দলের ১৫ জনের সম্পাদক মণ্ডলী থেকে চারজন সরেছেন। বয়সের কারণে তমসের আলি, সফিজ আহমেদ, হরিশ বর্মন ও তারাপদ বর্মন সরে গিয়েছেন। কোচবিহারের রাজনীতিতে আগামী দিনে কীভাবে পরিচালিত হবে দল, ২০২৬ সালের বিধানসভায় দল কীভাবে পরিচালিত হবে সেসব নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়। সিপিএমের পুনর্নিবাচিত জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, আমি তৃতীয়বারের জন্য জেলা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি। আমার উপর আস্থা রাখা হয়েছে। ফলে দায়িত্ব আরও বেড়ে গেল।
নতুন প্রজন্মকে কীভাবে দলে আনা যায়, দলের মতাদর্শ আলোচনা ইত্যাদি করতে হবে। চারজন বয়সের কারণে সরেছেন। ১০ জন জেলা সম্পাদক মণ্ডলীতে থেকে গেলেন। পার্টি কংগ্রেস পর্যন্ত এঁরাই দায়িত্ব সামলাবেন। রাজ্য কমিটির মিটিং রয়েছে। আমরা কলকাতায় যাচ্ছি।