কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুরের সংকরটোলা গ্রামে ফুলহর নদীর উপর অবস্থিত ভূতনি ব্রিজ। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও স্থানীয় বাসিন্দারা ভিড় জমান ভূতনি ব্রিজে। ঠিক সেই সময় এক তরুণী ব্রিজে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন। তারপরে হঠাৎ ব্রিজ থেকে সটান ঝাঁপ দেন ফুলহর নদীতে। যা দেখে হইচই শুরু হয়ে যায়। ব্রিজে থাকা প্রত্যক্ষদর্শীরা চিৎকার শুরু করেন। সেই সময় এলাকার এক যুবক তরুণীকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেন। এবং মুহূর্তের মধ্যে তরুণীকে উদ্ধার করেন। খবর পেয়ে আসে মানিকচক থানার পুলিস। এলাকাবাসী এবং পুলিসের সহযোগিতায় তরুণীকে পাঠানো হয় মানিকচক গ্রামীণ হাসপাতালে।
এবিষয়ে উদ্ধারকারী যুবক লিটন আলী বলেন, আমি বন্ধুদের সঙ্গে ব্রিজের উপর ঘুরতে গিয়েছিলাম। সেই সময় তরুণীটি ফোনে কথা বলার পর হঠাৎ করে ব্রিজে ছোটাছুটি শুরু করেন। তা দেখেই আমার সন্দেহ হয়। আমিও তাঁর পিছনে ছুটে যাই। তারপরই দেখি মেয়েটি ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়েছে। তাঁকে বাঁচাতে আমিও নদীতে ঝাঁপ দিই । এবং উদ্ধার করি।
স্থানীয় বাসিন্দা প্রদীপ মিশ্র বলেন, প্রেমঘটিত কারণে এই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে। এর আগেও বেশ কয়েকবার ভূতনি ব্রিজে এই ধরনের ঘটনা ঘটেছে।
মানিকচক থানার এক পুলিস আধিকারিক বলেন, তরুণীকে উদ্ধার করা হয়েছে। তিনি আপাতত সুস্থ রয়েছেন। তাঁর চিকিৎসা চলছে মানিকচক গ্রামীণ হাসপাতালে। কিন্তু কি কারণে এই ধরনের ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।