কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
কয়েকদিন আগে বাসে চুরি করতে গিয়ে যাত্রীদের কাছে ধরা পরে খাসচাদপুর এলাকার যুবক ইশা খান। পুলিস সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে যায় সে। একটি দোকানে কাজ করলেও নেশার আসক্তি বাড়ার পর তাকে কাজে আসতে মানা করে দেন মালিক। এদিক ওদিক করে কোনওক্রমে কাজ জুটিয়ে টাকা উপার্জন করে মাদকের টাকা জোগার করছিল সে। সম্প্রতি ব্রাউন সুগারের দাম বেড়ে যাওয়ার ফলে তার সমস্যা বেড়ে যায়। শেষপর্যন্ত বাসে চুরি করা শুরু করে সে। এছাড়া মোথাবাড়ির একটি জুনিয়র বেসিক স্কুলেও ল্যাপটপ প্রিন্টারসহ বেশকিছু সামগ্রী চুরি যায়। সেই ঘটনায় মোথাবাড়ির পুলিস তিনজনকে গ্রেপ্তার করে। পরে জানা যায়, ধৃতরা মাদকের টাকা জোগার করতে স্কুলে চুরির ঘটনা ঘটিয়েছে। দু’দিন আগে কালিয়াচক থানার যদুপুরে বাড়ির মালিক ফরিদ শেখরা ছিলেন না। তাঁরা দেখেন দু’টি সাইকেল সহ বিদ্যুতের মিটার চুরি হয়েছে। ফরিদের দাবি, মাদক সেবনকারীরা তাঁর বাড়িতে চুরি করেছে। সাধারণ চোর হলে সাইকেল নিয়ে গেলেও বিদ্যুতের মিটারটি নিত না।
কালিয়াচকের এসডিপিও ফয়জল রজা জানিয়েছেন, পুলিস সক্রিয় রয়েছে। এলাকায় অপরাধ অনেক কমে গিয়েছে।