কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
ময়নাগুড়ি বাজার থেকে জর্দা নদীর ধার পর্যন্ত নিকাশনালার কাজ হয়েছে। ৭৮ লক্ষ টাকা বরাদ্দে এই কাজ হচ্ছে। কিছুদিন আগে এই কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল নিম্নমানের কাজের অভিযোগে। নিম্নমানের রড সহ নুড়ি পাথর পর্যন্ত নিম্নমানের নিয়ে আসা হয়েছিল। জলপাইগুড়ি জেলা পরিষদের এই কাজ সেই সময় বন্ধ করে দেওয়া হয়। এদিকে শুক্রবার নির্মাণ সংস্থার পক্ষ থেকে জনপ্রতিনিধিদের আশ্বস্ত করা হয়েছিল নুড়ি পাথর পরিবর্তন করা হয়েছে। লোহার রড সঠিক মানের লাগিয়ে কাজ শুরু হবে। কিন্তু দেখা গেল প্রথম অবস্থায় যে লোহার রড ছিল সেখানেই শুরু হয়েছে ঢালাই। আর এই খবর কানে পৌঁছতেই সেই কাজ বন্ধ করে দেন কাউন্সিলার। সরকারি কাজে কোনওপ্রকার নয় ছয় হবে না বলে তিনি জানিয়েছেন।
কাউন্সিলার গোবিন্দ পাল বলেন, নিম্নমানের কাজের অভিযোগ উঠেছিল। সে কারণে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এসে কাজ দেখে কাজ শুরু করার নির্দেশ দেবেন। এমনটাই জানানো হয়েছে। কীভাবে তার আগে কাজ শুরু হল সেটা নিয়ে আমি হতবাক। দুপুরে এসে দেখছি কাজ হচ্ছে। আপাতত কাজ বন্ধ করে দেওয়া হল। জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়াররা এসে ছাড়পত্র দিলেই কাজ হবে। নির্মাণ সংস্থার এক কর্মী সুবহান আলম বলেন, এসব বিষয় নিয়ে আমি কিছু জানি না।
জলপাইগুড়ি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার পার্থসারথী ঘোষ বলেন, নিম্নমানের রড ব্যবহারের অভিযোগ উঠেছিল। সেখানে রড পরিবর্তন করে কাজ করার দাবি রয়েছে। আমাদের দপ্তরের ইঞ্জিনিয়াররা কাজটি খতিয়ে দেখবেন। তারপর কাজ শুরু হবে।