মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
গোয়ালপোখরের বিডিও কৌশিক মল্লিক বলেন, পঞ্চায়েত কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সার্ভিস রোড দখলমুক্ত করতে সোমবার ফের অভিযানে নামব।
গত বছর জুন মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি জমি, ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। এরপর ব্লক ও পুলিস প্রশাসন অভিযানে নেমেছিল। সার্ভিস রোড দখল করে যাঁরা দোকান করছেন, তাঁদের জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিছুদিন ওই এলাকায় দোকানপাট না থাকলেও ফের আগের অবস্থা তৈরি হয়েছে।বাসিন্দারা বলছেন, প্রশাসন অভিযান চালানোর পর নজরদারি করে না। ফলে কিছুদিন পরই ফের দোকানপাট বসে যাচ্ছে। এই অব্যবস্থার কারণে ওই এলাকায় যানজট হয়।
পঞ্চায়েত প্রধান ওবেদুল্লা সামস (মুন্না) বলেন, এই বিষয়ে প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে। সমস্যা সমাধানে আমরাও উদ্যোগ নেব।
পাঞ্জিপাড়া ব্যবসায়ী সমিতির অন্যতম সদস্য অনুপ চৌধুরীর কথায়, সার্ভিস রোড ও জাতীয় সড়কে ফের আগের মতো অবস্থা হয়েছে। এবিষয়ে আমরা প্রশাসনকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে।