মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
একদিকে ময়নাগুড়ি পুরসভা, অপরদিকে ময়নাগুড়ি থানার পক্ষ থেকেও একাধিকবার টোটোচালকদের পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে। এর আগেও পণ্য নেওয়ার জন্য প্রায় পঞ্চাশটি টোটো আটক করা হয়েছিল। শনিবার প্রশাসনের নিয়ম না মানায় আটক করা হয়েছিল ৩০টি টোটো। তবে এতকিছুর পরও প্রশাসনের নির্দেশ মানতে নারাজ চালকরা। পণ্য নিয়েই তারা ছুটে চলেছে। রবিবার ফের অভিযান করে পণ্যবাহী একাধিক টোটো আটক করেছে ময়নাগুড়ি থানার ট্রাফিক বিভাগ।
ট্রাফিক বিভাগের ওসি অতুলচন্দ্র দাস বলেন, যারা প্রশাসনের নির্দেশ মানছে না তাদেরকে আটক করা হচ্ছে। নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিনিয়ত আমাদের অভিযান চলছে। আটক করা হচ্ছে টোটোগুলি। এমন অভিযান লাগাতার চলবে।
ময়নাগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, টোটোয় দুর্ঘটনা হলে বিমা পাওয়া যাবে না। সে কারণেই নিয়ম মেনে চলাই শ্রেয়। টোটোতে পণ্য নেওয়া উচিত নয়। টোটোতে কেউ যেন পণ্য না তোলে। পণ্য পরিবহণের গাড়িতেই পণ্য নেওয়া হোক। প্রশাসন কাজ করছে। আমাদেরও সতর্ক থাকতে হবে। আমরাও টোটোতে যেন পণ্য তুলে না দিই।