মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একমাস আগে স্থানীয় এক শ্রমিক সরবরাহকারী ঠিকাদারের সঙ্গে নাসিকে কাজ করতে যান তারিকুল। সেখানে ব্রিজ নির্মাণের কাজ করছিলেন। রাতে কাজ করে রড ভর্তি ট্রাক্টরের ট্রলির উপর বসে বাসস্থানে ফিরছিলেন। সে সময় ট্রাক্টরের পিছনে একটি ট্রাক ধাক্কা মারলে ট্রলি উল্টে যায়। চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। আহত যুবককে উদ্ধার করে নাসিকের নার্সিংহোমে ভর্তি করা হয়। মৃত যুবকের বাবা আশরাফুল হক বলেন, আমার তিন ছেলের মধ্যে তারিকুল ছোট। একবছর আগে বিয়ে করে সংসার শুরু করেছিল। রোজার মাসে বাড়ি ফেরার কথা ছিল। ঠিকাদার সংস্থা ক্ষতিপূরণ হিসেবে দুই লক্ষ টাকা দিয়েছে। তারাই দেহ পাঠানোর ব্যবস্থা করেছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য শুকতারা খাতুন বলেন, পরিবারটি অত্যন্ত দরিদ্র। ভিনরাজ্যে কাজ করে সংসার চালাতেন যুবক। তাঁর অকাল মৃত্যুতে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।