বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
মঙ্গলবার সাংসদ অঞ্চল সভাপতিদের সঙ্গে আলোচনায় বসেন। বুথে বুথে এজেন্টের ফর্ম পৌঁছেছে কি না খোঁজখবর নেন। শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে কর্মীদের দিয়েছেন টিপসও। প্রার্থীর জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। লক্ষ্য রেকর্ড গড়ার। সেই লক্ষ্যেই পরিকল্পনা করে ঝাঁপিয়েছেন। দলের পুরনো কর্মীদের চাঙ্গা করতে মঙ্গলবার দিনভর ফোন করেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই বুথে যাওয়ার পরামর্শ কর্মীদের দেন তিনি।
সিতাই উপনির্বাচনে তৃণমূল, ফরওয়ার্ড ব্লক, বিজেপি ও কংগ্রেস প্রার্থী দিয়েছে। কেপিপি (ইউনাইটেড) ছাড়াও আরও দু’জন নির্দল প্রার্থী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃণমূলের সঙ্গীতা রায়, ফব’র অরুণকুমার বর্মা ও বিজেপির প্রার্থী দীপককুমার রায়ের বাড়ি সিতাই ব্লকে। কংগ্রেস প্রার্থী দিনহাটা শহরের বাসিন্দা। ভোটের আগের দিন মঙ্গলবার ঘুঁটি সাজান সকলেই।
কোচবিহারের সাংসদ জগদীশবাবু বরাবরই সিঙিমারি নদীর ওপারে ভোট সামলেছেন। তৃণমূলের কিছুটা দুর্বল জায়গা মাতালহাট, ভেটাগুড়ি ও গোসানিমারি। এবারের লোকসভা নির্বাচনে সংশ্লিষ্ট এলাকাগুলিতে পিছিয়ে ছিলেন জগদীশবাবু। আজ তাই সকালে নিজের ভোটটা দিয়ে সেই এলাকায় ঘুরবেন সাংসদ। লোকসভা ভোটের দিন পেটলার বোরোডাঙায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন বিজেপি কর্মীরা। ওই সময় শান্ত মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছিলেন। এবারেও সেই এলাকায় ভোট সামলাবেন তিনি।
তবে বিরোধী রাজনৈতিক দলের সব প্রার্থী সন্ত্রাসের অভিযোগ তুলছেন। মঙ্গলবার বিকেল থেকেই বাইক বাহিনী নিয়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল, বলে অভিযোগ তাঁদের। নির্দল প্রার্থী দীপককুমার রায়ও সমস্ত বুথে এজেন্ট দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। বাইকে করে মঙ্গলবার সমস্ত বুথে এজেন্টদের কাগজ পৌঁছে দেন। স্থির করেছেন, আজ বুধবার গাড়ি নিয়ে সকাল থেকেই ঘুরবেন বুথে বুথে। সিতাই বিধানসভাজুড়ে ভোট দেখতে টোটো ভাড়া করেছেন কেপিপি (ইউনাইটেড) প্রার্থী কাশীকান্ত বর্মন। বলেন, যতটা সম্ভব বুথে পৌঁছব।
তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বলেন, প্রতিবারই সিতাই ব্লকে ভোট সামলাই আমি। সকাল বেলা ভোট দিয়ে এবারও সিতাই ব্লকেই থাকব আমি।
কোচবিহারের এমপি তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, সকাল সাড়ে ৭টায় আমি ভোট দেব। তারপরেই নদীর ওপারে দিনহাটা-১ ব্লকের ভোট কেন্দ্র ঘুরে দেখব। মঙ্গলবার কর্মীদের শেষ মুহূর্তের কিছু টিপস দিয়েছি। ভোট করানো আমাদের মজ্জায়। প্রতিবারের মতো একই কায়দায় উপ নির্বাচনের ভোট হবে।
বিজেপি প্রার্থী দীপককুমার রায় বলেন, বিধানসভাজুড়েই সন্ত্রাস চালাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল। বিজেপি নেতা-কর্মীদের ভোট দিতে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। সকালে ভোট দিয়ে কর্মীদের সঙ্গে গোটা বিধানসভা এলাকা চষে বেড়াব। কংগ্রেস প্রার্থী হরিহর সিংহ রায় বলেন, বিধানসভাজুড়ে তৃণমূলের বাইক বাহিনীর দাপট চলছে। বুথে বুথে এজেন্টদের হুমকি দিচ্ছে ওরা। ভোটের দিন বিধানসভা এলাকা ঘুরে দেখব।