বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
গোরুবাথানের কমলা চাষি গণেশ রাই বলেন, এবছর বর্ষার মরশুমে এলাকায় ব্যাপক বৃষ্টি হয়েছে। তাই গতবছরের তুলনায় ফলন কম হয়েছে। কিন্তু কমলালেবু সাইজে দ্বিগুণ হওয়ায় দাম ভালো পাব এই আশা করছি। আরএক চাষি অমৃত রাই বলেন, এখনও রোগপোকার আক্রমণ হয়নি। এমনটা থাকলে বাজারে কমলা বিক্রি করে লাভবান হবেন আমার মতো অন্য কমলা চাষিরাও।
কমলালেবুর গাছে ফুল আসে জুন মাস নাগাদ। ধীরে ধীরে ফল পরিপূর্ণ হতে শুরু হয় সেপ্টেম্বর মাস থেকে। সেই ফল পাকে নভেম্বর মাসের শেষে দিকে। তবে গতবছর বৃষ্টি খুববেশি না হওয়ায় গোরুবাথানের বাগানগুলিতে কমলালেবু ভালো হয়েছিল। কিন্তু সেই কমলা সাইজে ছোট ছিল। এবারে ফলন কম হলেও সাইজে প্রায় দ্বিগুণ হয়েছে।
গোরুবাথান টারের কমলা চাষি ওনডেন মোলোমো বলেন, আমাদের গ্রামেও বেশ কয়েকজন কমলা চাষি আছেন। এখানেও এবার কমলালেবুর ফলন কম হয়েছে। তবে সাইজে অনেকটাই বড় পাচ্ছি আমরা।
গোরুবাথান ব্লকের গোরুবাথান টার, রাইগাঁও, বিচগাঁও, স্কুলডারা, নর্থ জোন, তানাংগাঁও, গৈবিগাঁও, লেপচাগাঁও, সামসিং, খাসমল, গুমটিগাঁও, রকি আইল্যান্ড, কুমাই, তিনকাটারি, রঙ্গু, গৈরীবাস, প্যারেন সহ বিভিন্ন এলাকার বাগানের গাছে গাছে ঝুলছে কমলা। স্থানীয় বাসিন্দারা কমলা চাষ করেই জীবনজীবিকা নির্বাহ করে থাকেন।