বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
কোচবিহার জেলার সিতাই কেন্দ্রে মোট ১৭টি পঞ্চায়েতে হবে ভোটগ্রহণ। এই এলাকায় মোট ভোটার ৩ লক্ষ ৫ হাজার ৫৬৫। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৫৮ হাজার ৪৭৪ এবং মহিলা ১ লক্ষ ৪৭ হাজার ৯১ জন। বুথ ৩০০টি। ভোট পরিচালনার জন্য মঙ্গলবার বিকেলের মধ্যেই ১২০০ ভোটকর্মী পৌঁছে যান বুথে বুথে। অশান্তি ঠেকাতে মোতায়ন থাকছে ১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও ৯০০ রাজ্য পুলিসকেও ময়দানে নামানো হয়েছে। থাকবেন ১০ জন ইন্সপেক্টর র্যাঙ্কের পুলিস আধিকারিক। সমস্ত বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে। বাম ও কংগ্রেস প্রার্থী দিলেও লড়াই মূলত তৃণমূলের সঙ্গীতা রায় ও বিজেপির দীপককুমার রায়ের মধ্যেই বলে রাজনৈতিক মহলের অভিমত। উল্লেখ্য, তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বিধায়ক পদ ছেড়ে এমপি হওয়ায় এখানে ভোট হচ্ছে।
অন্যদিকে, বিধায়ক পদ ছেড়ে বিজেপির মনোজ টিগ্গা লোকসভা ভোটে দাঁড়ানোয় মাদারিহাটেও উপ নির্বাচন হচ্ছে। এখানে সাতজন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২ লক্ষ ২০ হাজার ১০১ ভোটার। এরমধ্যে পুরুষ ১ লক্ষ ৮ হাজার ২৫৩ ও মহিলা ১ লক্ষ ১১ হাজার ৮৪৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচজন। লড়াইয়ে যেমন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সঙ্গে বিজেপি প্রার্থী রাহুল লোহার আছেন, তেমনই কংগ্রেস প্রার্থী বিকাশ চম্প্রমারী ছাড়াও বামপ্রার্থী আরএসপি’র পদম ওরাওঁ আছেন। তবে রাজনৈতিক মহলের মতে, বাম বা কংগ্রেস প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিজেপি বনাম তৃণমূলের মধ্যে। তিন নির্দল প্রার্থীর মধ্যে বিজেপির গলার কাঁটা হয়ে উঠতে পারেন বুদ্ধিমান লামা। ভোট হবে মোট ২২৬টি বুথে। ১২০০ ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। জেলা পুলিস জানিয়েছে, ৬০০ জন রাজ্য পুলিস মোতায়েন করা হয়েছে।