হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
ব্রিটেনের একটি সংবাদমাধ্যমে দেওয়া ওই সাক্ষাত্কারে ইউনুস বলেন, ‘কিছুদিনের মধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হবে। শুধু হাসিনা নয়, তাঁর পরিবারের সদস্য, তাঁর সঙ্গে যুক্ত সকলকে বিচারের আওতায় নিয়ে আসা হবে।’ উল্লেখ্য, হাসিনার সঙ্গে তাঁর আমলের একাধিক ক্যাবিনেট মন্ত্রী, উপদেষ্টা, সেনাকর্তা ও আমলার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইউনুস আরও জানান, হাসিনার আমলের গোপন বন্দিশালা ‘আয়নাঘর’ পরিদর্শন করে তিনি স্তম্ভিত। তাঁর মতে, এর চেয়ে কুৎসিত আর কিছু হতে পারে না।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন হাসিনার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীকে দিয়ে আন্দোলনকারীদের উপর চরম অত্যাচারের অভিযোগ উঠেছিল। যদিও পরবর্তী সময়ে সেই অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা। ওই ‘দমন পীড়নে’র সঙ্গে জড়িত সকলকে খুঁজে বের করতে সময় লাগবে। আন্দোলনে ১৫০০ মানুষের মৃত্যু হয়েছে বলেও দাবি করেছেন ইউনুস।
এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বাংলাদেশ থেকে ‘মুছে’ ফেলতে নতুন পদক্ষেপ করেছে ইউনুস সরকার। এতদিন বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক শান্তি পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হাসিনা সরকার। কিন্তু সেই সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত এই পদক কাউকে দেওয়া হয়নি। এর আগে বাংলাদেশের একমাত্র কৃত্রিম উপগ্রহের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইটের বদলে বাংলাদেশ স্যাটেলাইট করার সিদ্ধান্ত নিয়েছিল ইউনুস সরকার।