কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
বাংলাদেশে হিন্দু নাগরিকদের উপর অত্যাচারের প্রতিবাদে ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণদাসের নেতৃত্বে চট্টগ্রামে সমাবেশের আয়োজন করা হয়। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ ওঠে চিন্ময়ের বিরুদ্ধে। যদিও পুরো বিষয়টিই চক্রান্ত বলে অভিযোগ তাঁর অনুগামীদের। ৩১ অক্টোবর এই নিয়ে চিন্ময়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের হয়। ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। এরপরই ২৫ নভেম্বর ঢাকার বিমানবন্দর থেকে চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাঁর জামিন খারিজ হতেই রণক্ষেত্র হয়ে ওঠে চট্টগ্রাম মেট্রোপলিটান আদালত চত্বর। চিন্ময়ের অনুগামী, পুলিস ও আইনজীবীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এক আইনজীবীকে কুপিয়ে খুন করা হয়। ২ জানুয়ারি ফের চিন্ময়ের জামিনের আবেদন খারিজ করে দেয় চট্টগ্রাম আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময়। সরকারের জবাব মেলার পর চিন্ময়ের জামিন মঞ্জুর হয় কি না, সে দিকে নজর তাঁর অনুগামীদের।