কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
জানা গিয়েছে, জেলে যাওয়ার আগে ৪৩ বছর বয়সি ছেলের সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা। কিন্তু মাকে বারবার বাড়ি ছেড়ে চলে যেতে বলতেন ওই যুবক। ২০২৪ সালে জেল থেকে ছাড়া পান আকিয়ো। জেলমুক্তির পর ছেলের কাছে ফিরে যেতে মন চাইছিল না। বৃদ্ধার কথায়, ‘ছেলে আমায় কীভাবে দেখবে! এটা ভাবলেই ভয় লাগে। একা থাকা অত্যন্ত কষ্টকর। এমন কাজ করার জন্য আমি লজ্জিত। তবে অনেক বয়স হয়েছে তো। এখন চাইলেও আর কিছুই করতে পারব না।’