কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
ট্রাম্প জানিয়েছেন, মেক্সিকো এবং কানাডার উপর ২৫ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে, চীনের পণ্যের উপর শুল্কের পরিমাণ হবে ১০ শতাংশ। তবে কানাডা থেকে আমদানি হওয়া শক্তি পণ্য অর্থাৎ খনিজ তেল, প্রকৃতিক গ্যাস এবং আমদানিকৃত বিদ্যুতের উপর শুল্কের পরিমাণ হবে ১০ শতাংশ। আগামী মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিট থেকেই এই নয়া নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্পের কথায়, “বেআইনি অভিবাসন এবং মাদক দ্রব্য বর্তমানে আমেরিকার মূল সমস্যাগুলির মধ্যে অন্যতম। তাই দেশের নাগরিকদের সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত।”
অন্যদিকে, ট্রাম্পের এই ঘোষণার পরই পাল্টা ‘প্রত্যাঘাত’ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমেরিকার পণ্যের উপর পাল্টা ২৫ শতাংশ হারে তিনি শুল্ক আরোপ করেছেন। আগামী ২১ দিনের মধ্যে এই তাঁর এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রুডো। তিনি জানিয়েছেন, কানাডায় যে পরিমাণ মার্কিন পণ্য আমদানি করা হয় তার আনুমানিক বাজার মূল্য ১২ হাজার ৫০০ কোটি কানাডিয়ান ডলার। এই বিপুল পরিমাণ পণ্যের উপর এবার থেকে ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে। ট্রাম্পের সিদ্ধান্তের ফলেই কানাডা এই নয়া শুল্কনীতির প্রবর্তন করল বলে জানিয়েছেন ট্রুডো।