কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
জানা গিয়েছে, তালিবান সরকারের অর্থ মন্ত্রকের অধীন সংস্থা ওই হোটেলের দায়িত্বভার গ্রহণ করেছে। এতদিন এই হোটেল চালাচ্ছিল আগা খান ফান্ড ফর ইকনমিক ডেভেলপমেন্ট। শুক্রবার যাবতীয় কাজ বন্ধ করার কথা জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। হস্তান্তরের শর্ত নিয়ে অবশ্য দু’পক্ষ কিছুই জানায়নি।
২০০৮ সালে প্রথমবার সেরেনা হোটেলে হামলা চালিয়েছিল তালিবান। মার্কিন নাগরিক থর ডেভিড হেসলা সহ আটজনের মৃত্যু হয়েছিল। তারপর ২০১৪ সালে ফের সেখানে আক্রমণ চালানো হয়। সম্প্রতি ২০০৮ হামলার ষড়যন্ত্রের কথা স্বীকার করে নিয়েছেন ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি।