বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
রবিবার প্রকাশিত রিপোর্টে ‘ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছিল, বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রাম্প। স্পেসএক্স কর্তা এলন মাস্কও সেই ফোনে যোগ দিয়েছিলেন বলে জানা গিয়েছে। পরের দিন রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তখনও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পূর্ণাঙ্গ ফল প্রকাশ্যে আসেনি। রিপোর্ট অনুযায়ী, ইউরোপে মার্কিন বাহিনীর উপস্থিতির কথা মনে করিয়ে দেন প্রেসিডেন্ট ইলেক্ট। ইউক্রেন যুদ্ধে ইতি টানতে পুতিনের সঙ্গে দ্রুত আলোচনায় বসার প্রস্তাবও দেন রিপাবলিকান নেতা। সোমবার মার্কিন সংবাদমাধ্যমের সেই রিপোর্টকে পত্রপাঠ নাকচ করল মস্কো। এর আগেও একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট উড়িয়ে দিয়েছে ক্রেমলিনের মুখপাত্র। পরে দেখা গিয়েছে, অধিকাংশ খবরই সত্য। সম্প্রতি পেসকভ দাবি করেছিলেন, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনার উপস্থিতির খবর মিথ্যে। যদিও পুতিনের দেশে কিম সেনার ছবি ততক্ষণে প্রকাশ্যে চলে এসেছিল।