বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
শুরুতে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী ছিলেন বাইডেন। পরে দলীয় নেতৃত্বের চাপে কমলার হাতে ব্যাটন তুলে দিতে বাধ্য হন তিনি। রবিবার সিএনএন আয়োজিত এক বিতর্কসভায় জামাল বলেন, ‘আগামী ৩০ দিনের মধ্যে প্রেসিডেন্ট হিসেবে ইস্তফা দিতে পারেন বাইডেন।’ একইসঙ্গে জামাল জানিয়েছেন, ইস্তফা দেওয়ার বিষয়টি বাইডেনের একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। মার্কিন সংবিধান অবশ্য জানাচ্ছে, কয়েক সপ্তাহের জন্য হলেও প্রেসিডেন্ট পদে বসতে পারেন কমলা। সংবিধান (২৫তম সংশোধন) অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্টের ইস্তফা বা মৃত্যুর ক্ষেত্রে মসনদে বসবেন তাঁর ডেপুটি। দপ্তর থেকে অপসারণের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। সংবিধান বলছে, ক্ষমতা হস্তান্তরের জন্য সর্বোচ্চ চার মাস সময় মিলবে। এই সুযোগেরই সদ্ব্যবহার করতে চাইছেন ডেমোক্র্যাটদদের একাংশ। আমেরিকাবাসীর একাংশের অবশ্য দাবি, চটজলদি ইতিহাস সৃষ্টির থেকে সঠিক সময়ের জন্য অপেক্ষা করাটাই শ্রেয়।