হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
দেশে গোল্ড লোনের চাহিদা দিনের পর দিন বাড়ছে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত বৃদ্ধির হার ৫০ শতাংশ। অন্য সমস্ত ঋণের তুলনায় যা অনেকটা বেশি। এই পরিস্থিতিতে নিয়মে কড়াকড়ি করতে চাইছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ঋণ গ্রাহীতার ব্যাকগ্রাউন্ড খতিয়ে দেখার পাশাপাশি বন্ধক রাখা সোনার মালিকানা খতিয়ে দেখার উপরে জোর দেওয়া হচ্ছে।
স্বর্ণ ঋণ দেওয়ার ক্ষেত্রে সংস্থাগুলির বেশ কিছু গাফিলতি ইতিমধ্যে রিজার্ভ ব্যাঙ্কের নজরে এসেছে। প্রতিটি সংস্থা এই সংক্রান্ত নিয়ম মেনে চলছে না বলে গত সেপ্টেম্বরে সতর্ক করে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। গোল্ড লোনের আবেদনের অনুমোদন ও বন্ধক রাখা সোনার ভ্যালুয়েশন স্থির করার ক্ষেত্রে খামতি থেকে যাচ্ছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। যার পরিপ্রেক্ষিতে নয়া নির্দেশিকা জারির তোড়জোড় চলছে বলে জানা গিয়েছে।