হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
প্রত্যেক জোনের জেনারেল ম্যানেজারের কাছে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, ‘সম্প্রতি ডিপার্টমেন্টার সিলেকশন ঘিরে একাধিক অনিয়মের ঘটনা সামনে এসেছে। যার পরিপ্রেক্ষিতে সামগ্রিকভাবে ডিপার্টমেন্টাল সিলেকশন প্রক্রিয়া খতিয়ে দেখা হবে। সেইসঙ্গে গত ৪ মার্চের মধ্যে চূড়ান্ত ও অনুমোদিত হয়নি এমন সমস্ত বকেয়া গ্রুপ সি সিলেকশন পরীক্ষা বাতিল বলে গণ্য হবে। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত কোনও সিলেকশন পরীক্ষা নেওয়া যাবে না।’ এদিনই বিভাগীয় পদোন্নতি পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করে রেল মন্ত্রক। এখন থেকে এই ধরনের সমস্ত পরীক্ষা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে হবে বলে জানানো হয়।
পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সামনে আসে দিন দু’য়েক আগেই। গত মঙ্গলবার রাত থেকে বুধবার সারাদিন উত্তরপ্রদেশের মুঘল সরাইয়ে অভিযান চালিয়ে পূর্ব-মধ্য রেলের ২৬ জন আধিকারিককে গ্রেপ্তার করে সিবিআই। বাজেয়াপ্ত করা হয়েছিল নগদ ১ কোটি ১৭ লক্ষ টাকা।