মুম্বই: বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকে ভারতীয় পণ্যে পাল্টা শুল্ক চাপছে আগামী ২ এপ্রিল থেকে। তবে তার আগেই ট্রাম্প ঘনিষ্ঠ ধনকুবের এলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি সংস্থা ‘টেসলা’। সদ্যসমাপ্ত আমেরিকা সফরেই মাস্কের সঙ্গে একপ্রস্থ বৈঠক হয়েছিল মাস্কের। তার কয়েকদিন পরই জানা গেল, অবশেষে ভারতে পা রাখছে ‘টেসলা’। বাণিজ্যনগরী মুম্বইতে হবে এই বিদেশি গাড়ি সংস্থার প্রথম শোরুম। সেটি এতটাই বিশাল যে, গোটা একটা বাস্কেট বল কোর্ট ঢুকে যাবে তার মধ্যে। সংবাদ সংস্থা রয়টার্সের দাবি, গত ফেব্রুয়ারি
মাসেই এই সংক্রান্ত পাঁচ বছরের লিজ চুক্তি হয়ে গিয়েছে। প্রায় চার হাজার স্কোয়ার ফুটের ‘টেসলা’ শোরুমের প্রথম বছরের ভাড়া হবে ৪ লক্ষ ৪৪ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা। প্রতি বছর ৫ শতাংশ হারে ভাড়া বাড়বে।