লখনউ: দিন তিনেক আগে ভাইপো আকাশ আনন্দকে দলের সব পদ থেকে ছেঁটে ফেলেছিলেন মায়াবতী। তাঁর জায়গায় ভাই আনন্দ কুমার ও রামজি গৌতমকে বহুজন সমাজবাদী পার্টি (বিএসপি)-র ন্যাশনাল কো-অর্ডিনেটরের দায়িত্ব দিয়েছিলেন। বুধবার ফের ভোলবদল বহেনজির। এবার দলের ওই পদ থেকে ভাইকেও সরিয়ে দিলেন তিনি। দায়িত্ব পেলেন রণধীর বেনিওয়াল। যদিও দলীয় সূত্রে খবর, বিএসপির বর্তমান জাতীয় সহ-সভাপতি আনন্দ অতিরিক্ত দায়িত্ব নিতে নারাজ। আপাতত একটি পদেই মনোযোগ সহকারে কাজ করতে চান তিনি। আর সেইসূত্রেই এই সিদ্ধান্ত গ্রহণ। এদিন এক্স হ্যান্ডেলে মায়াবতী জানান, সম্প্রতি বিএসপির জাতীয় সহ-সভাপতি আনন্দ কুমারকে ন্যাশনাল কো-অর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি একটি পদেই কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। তাঁর এই সিদ্ধান্তকে দলের তরফে স্বাগত জানানো হয়েছে।
কয়েকমাস আগে ভাইপো আকাশ আনন্দকে উত্তরসূরি বলে ঘোষণা করেছিলেন পিসি মায়াবতী। রবিবার আকাশকে সরানোর পর তিনি বলেন, যতদিন বেঁচে থাকব, ততদিন উত্তরসূরির নাম জানাব না।
দলের স্বার্থই সবার আগে। এরপর ব্যক্তিগত সম্পর্ক। যদিও রাজনৈতিক মহলের একাংশের কথায়, পিসির সঙ্গে আকাশ আনন্দের সম্পর্ক খুব একটা ভালো নয়। আগেও তাঁকে একবার দল থেকে বহিষ্কার করেছিলেন। আর সেই সূত্রেই এবার ভাইয়ের সঙ্গেও ক্রমে দূরত্ব বাড়ছে বিএসপি সুপ্রিমোর।