বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ সুখবর পেতে পারেন। ... বিশদ
শুক্রবার কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি বলেছেন, ধর্মীয় স্থানের পর্যটন কোন পর্যায়ে যেতে পারে তার প্রমাণ কুম্ভমেলা। জিডিপিতে ৩ লক্ষ কোটি টাকা যুক্ত করেছে কুম্ভ। আরও একধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, আমরা প্রয়াগরাজকে সাজাতে কিংবা কুম্ভের আয়োজনে কেন হাজার হাজার কোটি টাকা ব্যয় করছি, এই প্রশ্ন তুলে বিরোধীরা বহু আক্রমণ করেছে। কুম্ভ আয়োজনে আমাদের পরিকাঠামো খাতে ব্যয় হয়েছে ১৫০০ কোটি টাকা। আর আয় হয়েছে ৩ লক্ষ কোটি টাকা। এ পর্যন্ত ৫ কোটি মানুষ ত্রিবেণী সঙ্গমে স্নান করেছে। বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হয়েছে কুম্ভমেলায়। যোগী আদিত্যনাথের সুরেই নীতিন গাদকারি বলেছেন, এই যে ৩ লক্ষ কোটি টাকা আয় হল, এটা রাজ্যের প্রভূত উন্নতি সাধন করবে। কুম্ভমেলাকে সাধারণ মানুষের জন্য একটি ধর্মীয় স্থল হিসেবে নির্মাণ করা সম্ভব হয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যৌথ প্রয়াসে। আর তাই এই রেকর্ড আয়। সুতরাং কেন্দ্রীয় মন্ত্রী অথবা মুখ্যমন্ত্রীর মন্তব্য থেকেই স্পষ্ট, মাত্র এক মাসের মধ্যেই কুম্ভ ইকনমির উদ্দেশ্য সফল।