মুম্বই: ‘সামনেই মেয়ের বিয়ে। টাকা তুলতে না পারলে কীভাবে বিয়ে দেব?’ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আন্ধেরির নন্দুইজন সাকপা। একটু দূরে কয়েকজন ক্ষোভে ফুঁসছেন। তাঁদের বক্তব্য, ছেলে-মেয়েদের স্কুলের ফি দেব কী করে? ব্যাঙ্কের সামনে এভাবেই হতাশা উগরে দিলেন গ্রাহকরা। বৃহস্পতিবার মুম্বইয়ের নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের লেনদেনে রাশ টানল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। এর জেরে আগামী ছয় মাস পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাঙ্কে নতুন করে টাকা জমা, টাকা তোলা, লোন দেওয়া সহ প্রায় সমস্ত কাজই বন্ধ থাকবে। এমনকী ব্যাঙ্ক নিজস্ব কোনও সম্পত্তি বিক্রি বা হস্তান্তরিত করতেও পারবে না। আর খবরটি প্রকাশ্যে আসতেই মুম্বই ও থানেতে ব্যাঙ্কের শাখা অফিসগুলিতে ভিড় জমান গ্রাহকরা। লম্বা লাইনে দাঁড়িয়ে বিক্ষুব্ধ জনতার দাবি, তাঁদের যেন টাকা তোলার সুযোগ দেওয়া হয়। কারও কাতর জিজ্ঞাসা, এবার ব্যাঙ্কে জমা রাখা টাকার কী হবে?
জানা গিয়েছে, ব্যাঙ্কটির বর্তমান পরিস্থিতি স্থিতিশীল নয়। সম্প্রতি লেনদেনে কিছু সমস্যা দেখা গিয়েছে। ব্যাঙ্কে পর্যাপ্ত নগদ অর্থ রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। উল্লেখ্য, ব্যাঙ্ক বন্ধ হলেও ডিপোজিট ইনসুরেন্স স্কিমের অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত দাবি করতে পারবেন গ্রাহকরা। এর আগে ২০১৯ সালে পাঞ্জাব ও মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্কের লেনদেনের উপরও নিষেধাজ্ঞা জারি করেছিল আরবিআই।