কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
যদিও কয়েক ঘণ্টা তল্লাশির পরেও কোনও বিস্ফোরক উদ্ধার করা যায়নি। পুলিস সূত্রে খবর, সব স্কুলগুলিতেই পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। অনেক স্কুলে পুনরায় ক্লাস শুরু হয়েছে।
যদিও, আজ সকালে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে শুনেই চরম আতঙ্কিত হয়ে ওঠে পড়ুয়াদের পরিবার। বেশ কয়েকটি স্কুল বিল্ডিং থেকে পড়ুয়াদের বাইরেও বের করে আনা হয়। ফলে পড়ুয়াদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়। যদিও দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। স্কুল কর্তৃপক্ষের তরফে অভিভাবকদের আশ্বস্ত করে মেইলও পাঠানো হয়েছে। নয়ডা পুলিস ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত শুরু করেছে। হাজির রয়েছে ডগ স্কোয়াডও। পাশাপাশি, ইমেইলের উৎস জানতে সাইবার বিভাগকেও কাজে লাগানো হয়েছে। অভিভাবকদের গুজবে কান না দিতে আহ্বান করেছে নয়ডা পুলিস।