কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
এদিন লেনদেনের শুরু থেকেই তেজি ছিল শেয়ার বাজার। সেনসেক্স বেড়েছে ১ হাজার ৩৯৭.০৭ পয়েন্ট বা ১.৮১ শতাংশ। এর হাত ধরে সূচক লেনদেন শেষে পৌঁছয় ৭৮ হাজার ৫৮৩,৮১ পয়েন্ট। যা গত এক মাসে সর্বোচ্চ । এদিন একটা সময় সেনসেক্স ৭৮ হাজার ৬৫৮.৫৯ পয়েন্টে পৌঁছে গিয়েছিল। পাল্লা দিয়ে লাফ দিয়েছে নিফটিও। এদিন নিফটি বেড়েছে ৩৭৮.২০ পয়েন্ট বা ১.৬২ শতাংশ। দিনের শেষে নিফটি থিতু হয় ২৩ হাজার ৭৩৯.২৫ পয়েন্টে। ৩ জানুয়ারির পর প্রথম এই স্তরে পৌঁছল সূচক। সিওল, টোকিও, হংকংয়ের বাজারেও সূচকের উত্থান দেখা গিয়েছে। তবে ইউরোপীয় ও মার্কিন শেয়ার বাজারে ভালুকের ঝিমুনি।