কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকে একের পর এক ইস্যুতে গেরুয়া শিবির ও নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে আপ। সোমবারই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে কটাক্ষ করেন কেজরিওয়াল। বলেন, ‘নির্বাচন কমিশন যেভাবে বিজেপির কাছে আত্মসমর্পণ করেছে, মনে হচ্ছে তাদের কোনও অস্তিত্বই নেই। মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে অবসর নেওয়ার পর রাজীবজি কোন পদ পেতে চলেছেন, এখন সেই প্রশ্নই উঠছে।’ এদিন তারই জবাব দিয়েছে কমিশন। তাদের কথায়, কৌশল করে কমিশনকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। অসংখ্য অভিযোগ সামনে এসেছে। দেড় লক্ষের বেশি আধিকারিক সেগুলি খতিয়ে দেখছেন। আইন মেনে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনাই লক্ষ্য।