কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
মার্কিন ধনকুবের জর্জ সোরোস ও ওসিসিআরপির সঙ্গে মিলে হিন্ডেনবার্গ ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে শাসক মহলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। যদিও এধরনের অভিযোগকে বস্তাপচা বলে দাবি করেছেন আন্ডারসন। সংবাদসংস্থাকে তিনি বলেছেন, এই সব বোকা বোকা ষড়যন্ত্রের অভিযোগে তাঁরা কোনওদিন হাওয়া জোগাতে চাননি। তাই এব্যাপারে কোনও মন্তব্য করা থেকে বিরত থেকেছেন। এর প্রশ্নের
উত্তরে আন্ডারসন জানিয়েছেন, হিন্ডেনবার্গ একটা ব্র্যান্ড। সেজন্যই তিনি কোম্পানি অন্য কারও হাতে তুলে দেওয়ার পথে হাঁটেননি।