কারও কাছ থেকে কোনও দামি উপহার লাভ হতে পারে। অকারণ বিবাদ বিতর্ক এড়িয়ে চলুন। স্বাস্থ্য ... বিশদ
সোমবার ইম্ফল পূর্বের মান্ত্রিপুখরি ঠাকুবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিস। সেখান থেকে কাংলেইপাক কমিউনিস্ট পার্টির (মেইতেই শহর) পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের থেকে একটি ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, দু’টি হ্যান্ড গ্রেনেড ও তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়। এদিন ইম্ফল পশ্চিমের সিংজামেই থোকচম লেইকাই থেকে কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (এমসি) প্রোগ্রেসিভের এক সদস্য পুলিসের জালে ধরা পড়ে। ধৃতের বিরুদ্ধে তোলা আদায় করার অভিযোগ রয়েছে। একইসঙ্গে কাকচিংয়ের হাওয়াইরৌ ও থৌবালের ইয়ারিপোক বাজার থেকে আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। অন্যদিকে, রবিবার কাকচিংয়ের ওয়াবাগাই বাজার থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।
সোমবার বিষ্ণুপুরে খুগা নদীর ধারে ফুগাকচাও মামং লেইকাইয়ে তল্লাশি অভিযান চালায় বাহিনী। সেখানে জঙ্গিদের ঘাঁটি থেকে প্রচুর পরিমণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তালিকায় রয়েছে ম্যাগাজিন সহ একে-৪৭ রাইফেল, ২ ইঞ্চি মর্টার, দু’টো এসএমজি কার্বাইন ও দেশি ৯ এমএম পিস্তল সহ একাধিক জিনিস। এদিন ইম্ফল পশ্চিমের খুয়াথং মোড়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের কাছ থেকে ম্যাগাজিন সহ ৯ এমএম পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। রবিবার তেংনৌপালের দুথাং লাইচিং ট্র্যাকে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের ডেরা থেকে একে-৭ রাইফেল, ১২ বোর রাইফেল, ৩০৩ রাইফেল সহ একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে।