মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
কংগ্রেস এবার দিল্লিতে সরকার গড়বে বলেই প্রদেশ কংগ্রেস সভাপতি দেবেন্দ্র যাদবের দাবি। তারই লক্ষ্যে একের পর এক ঘোষণায় ভোটারদের মন জয়ের চেষ্টা জারি রয়েছে। এবং প্রতিশ্রুতির ঘোষণায় বিশ্বাসযোগ্যতা আনতে কখনও কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার, কখনও রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কখনও তরুণদের নেতা শচীন পাইলটকে সামনে আনা হচ্ছে। ক্ষমতায় এলে প্রত্যেক মহিলাকে মাসে আড়াই হাজার টাকা, সবার জন্য ২৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবিমার ঘোষণা হয়েছে ইতিমধ্যেই।
রবিবার পাইলটকে দিয়ে ঘোষণা হল, শিক্ষিত বেকারদের দেওয়া হবে মাসে সাড়ে আট হাজার টাকা। নাম ‘যুবা উড়ান যোজনা।’ যেসব শিক্ষিত বেকার কাজের সন্ধান করছেন, কোনও বেসরকারি কোম্পানিতে প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন, তাদেরই এই টাকা আগামী এক বছর দেওয়া হবে। ‘এটি কোনও বেকার ভাতা নয়।’ স্পষ্ট করে দিয়ে শচীন পাইলট বলেন, ‘মোদি জমানায় বেকারত্ব চরমে। শিক্ষিত হয়েও কাজ জুটছে না। তাই এই সাময়িক সাহায্যর আশ্বাস দিচ্ছে কংগ্রেস। প্রশিক্ষণে অংশ নিয়ে বেকার যুবকরা যাতে বেসরকারি সংস্থায় কাজে যোগ দিতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’ আগামী ৫ ফেব্রুয়ারি ভোট দিল্লিতে।