বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
সূত্রের খবর, সম্প্রতি সরকারি আধিকারকিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল। যার অ্যাডমিন ছিলেন গোপালকৃষ্ণন। অভিযোগ, গ্রুপে ধর্মের ভিত্তিতে বিভাজন করা হচ্ছিল। যদিও অভিযুক্ত আইএএস অফিসারের দাবি, তাঁর ফোন হ্যাক করা হয়েছে। তদন্তে নেমে পুলিস কোনও তথ্যপ্রমাণ পায়নি বলেও দাবি করেন তিনি।
সম্প্রতি ফেসবুকে প্রশান্ত দাবি করেন, তাঁর বিরুদ্ধে ভুয়ো খবর ছড়াচ্ছেন অর্থদপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব জয়তিলক। অতিরিক্ত মুখ্যসচিবকে ‘স্পেশাল রিপোর্টার’ আখ্যা দেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশাসনের রোষের মুখে পড়েন প্রশান্ত।