বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
এদিকে, অশুভ সঙ্কেত টাকার দামেও। গত কয়েকদিন দরেই অব্যাহত পতন। মঙ্গলবার তা আরও তলানিতে পৌঁছল। এদিন বেচাকেনা চলাকালীন প্রতি ডলারের দাম বেড়ে হয় ৮৪.৪১ টাকা। তবে বাজার বন্ধের সময় ডলারের নিরিখে এই দর ৮৪.৩৯ টাকায় থিতু হয়। এরইমধ্যে চিন্তা বাড়িয়েছে স্টেট ব্যাঙ্কের রিপোর্ট। আমেরিকায় দ্বিতীয় ট্রাম্প সরকারের ক্ষমতায় থাকার পর্বে ভারতীয় মুদ্রার দরে ৮-১০ শতাংশ পতন হতে পারে বলে রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত অক্টোবরে দেশে খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে ৬.২১ শতাংশ। এর আগের মাস সেপ্টেম্বরের ৫.৪৯ শতাংশের তুলনায় তা অনেক বেশি। তথ্য বলছে, শহরের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যবৃদ্ধির প্রভাব আরও প্রকট। গত মাসে শহরাঞ্চলে ৫.৬২ শতাংশের তুলনায় গ্রামাঞ্চলে মুদ্রাস্ফীতির হার ৬.৬৮ শতাংশ।
আগামী দিনে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে চলেছে বলে কয়েক দিন আগে কয়েক দিন আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তাঁর সেই আশঙ্কা সত্যি হল। মূলত শাকসিব্জ, ফল এবং ভোজ্য তেলের মূল্যবৃদ্ধির জেরে অক্টোবরে সামগ্রিক খাদ্য মুদ্রাস্ফীতির হার তার আগের বছরের এই সময়ের তুলনায় ১০.৮৭ শতাংশ বেড়েছে। ঊর্ধ্বমুখী বিদ্যুতের দামও। গত বছরের তুলনায় তা ২.৮১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্র।