হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
গত ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সভা থেকে ভুয়ো ভোটার নিয়ে সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি এপিক নম্বরে একাধিক ব্যক্তির ভোটার কার্ডের তথ্য তুলে ধরেন তিনি। তারজন্য ভোটার তালিকা খুঁটিয়ে পরীক্ষা করতে দলের সর্বস্তরের কর্মীদের নির্দেশ দেন। নির্বাচন সংক্রান্ত এই ভোটার তালিকার কাজ দেখভাল করতে সভা থেকেই একটি কোর কমিটির কথা ঘোষণা করেন মমতা। কোর কমিটির ৩৬ জন সদস্যের নাম তিনি জানিয়ে দেন। এই কোর কমিটির সদস্যরা আজ বৈঠকে বসছেন তৃণমূল ভবনে। কোর কমিটি ছাড়াও বৈঠকে ডাকা হয়েছে তৃণমূলের জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানদের। বৈঠকে জেলা ভিত্তিক পর্যালোচনা হবে। কোন বিধানসভাগুলিতে বাড়তি নজর দিতে হবে, সেটাও আলোচনায় উঠে আসবে বলে খবর। ভুয়ো ভোটার নিয়ে জেলা ভিত্তিক স্ক্রুটিনির কাজে যাতে কোনও খামতি না থাকে, সে সম্পর্কে সুস্পষ্ট বার্তা দেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, নেতাদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন করা হতে পারে এই বৈঠকে। তৃণমূলের সাংগঠনিক জেলাগুলিতে ভোটার তালিকা স্ক্রুটিনির কাজ দেখভাল করবেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।