হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
এদিনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পারলালপুর হাইস্কুল, চরসুজাপুর হাইস্কুল এবং ক্যামদিটোলা হাইমাদ্রাসার পরীক্ষার্থীদের দিকে। তাদের সিট পড়েছে কালিয়াচকের বৈষ্ণবগ্রামের চামাগ্রাম হাইস্কুলে। যদিও, মূল অভিযুক্তরা কোন কোন স্কুলের, তা জানার চেষ্টা চলছে। টুকলি নিয়ে ধরা পড়ে পরীক্ষার্থীরা দু’জন শিক্ষিকা এবং চারজন শিক্ষককে মারধর করেছে বলে অভিযোগ। সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিস। এই ঘটনার রিপোর্ট চেয়েছেন সংসদ চিরঞ্জীব ভট্টাচার্যও। অন্যদিকে, জলপাইগুড়ির গজলডোবা হাইস্কুলের এক পরীক্ষার্থী আদর্শ বিদ্যালয় হিন্দি স্কুলের মোবাইল সহ ধরা পড়ে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে মঙ্গলাপুর শরৎচন্দ্র শিক্ষায়তনের এক পরীক্ষার্থীও ব্যানার্জিদন্ডা হাইস্কুলে মোবাইল নিয়ে ধরা পড়ে যায়। তাদের দু’জনের পরীক্ষাই এবছরের জন্য বাতিল করা হয়েছে। চিরঞ্জীববাবু এদিন মালদহের ইংলিশবাজার এবং কালিয়াচকের ন’টি স্কুল পরিদর্শন করেন। ব্যবস্থাপনা নিয়ে মোটামুটি সন্তোষই প্রকাশ করেন তিনি। সচিব প্রিয়দর্শিনী মল্লিক ঘোরেন উত্তর ২৪ পরগনার ১০টি স্কুলে। ট্যাবের টাকা নিয়েও ৫৫ হাজার ছাত্রছাত্রীর উচ্চ মাধ্যমিকে না বসা প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তাঁর বক্তব্য, কোনওকিছু শুরু হলে তা স্বাভাবিক হতে সময় লাগে। এক্ষেত্রেও তাই হচ্ছে।