হস্তশিল্পীদের প্রতিভার স্বীকৃতি ও সুনাম। আর্থিক ঝুঁকি নেওয়ায় বিরত হন। কর্ম বিষয়ে সুখবর পেতে পারেন। ... বিশদ
মন্ত্রী বলেন, ধর্মীয় সমাবেশের আগে এবং পরে পুকুর ও আশপাশের এলাকা জীবাণুমুক্ত করা হবে। এছাড়াও এই অনুষ্ঠানকে সামনে রেখে ৩০০টি অস্থায়ী শৌচালয়ের ব্যবস্থা করা হচ্ছে। সঙ্গে ২০টি সাব-মার্সিবল পাম্পও স্থাপন করা হবে। ফুরফুরার গ্রামীণ হাসপাতালে এই ক’দিন ২৪ ঘণ্টা খোলা রাখা হবে পরিষেবা দেওয়ার জন্য। ইতিমধ্যেই ফুরফুরা শরিফের বিভিন্ন স্থানে আটটি অস্থায়ী এবং দু’টি স্থায়ী র্যাম্প নির্মাণ করা হয়েছে। দমকল বিভাগ ও পুলিস প্রশাসনকে তৈরি থাকতে বলা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে গোটা এলাকায় ১২৮টি সিসি ক্যামেরা থাকছে। পরিবহণমন্ত্রী বলেন, ৪-৮ মার্চ ইসালে সওয়াব অনুষ্ঠানের জন্য বিশেষ বাস পরিষেবা থাকবে। বাসগুলি বারাসত, হাওড়া, শ্রীরামপুর, আরামবাগ, বসিরহাট থেকে ছাড়বে। এছাড়াও দু’ঘণ্টা অন্তর এসপ্লানেড, সাঁতরাগাছি থেকে ফুরফুরা শরিফ পর্যন্ত বাস পরিষেবা দেওয়া হবে।