মানসিক উত্তেজনার বশে ঘরে বাইরে বিবাদে জড়িয়ে অপদস্থ হতে পারেন। হস্তশিল্পীদের পক্ষে দিনটি শুভ। মনে ... বিশদ
নতুন এই পশ্চিমী ঝঞ্ঝাটি চলে যাওয়ার পরে যদি নতুন করে কোনও ঝঞ্ঝা না আসে তাহলে ফের সক্রিয় হবে উত্তুরে হওয়া। কিন্তু পর পর দুটি ঝঞ্ঝা এলে ততটা কনকনে ঠান্ডা না থাকার সম্ভাবনাই বেশি। আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর ১৪-১৫ জানুয়ারির যে পূর্বাভাস দিয়েছে, তাতে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ওই সময় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার কথা বলা হয়েছে।
আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। আজ, সোমবার সকালে হাল্কা কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।