বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
বুধবার সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালডাংরা আসনে ভোট প্রদানের হার দেখে খুশি শাসক শিবির। এদিন তৃণমূল ভবন থেকে দিনভর ভোট পর্বের মনিটরিং করা হয়েছে। ভোটগ্রহণ শেষ না-হওয়া পর্যন্ত সারাক্ষণ নজরদারি চালান তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তাঁকে যোগ্য সঙ্গ দেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারসহ অন্যান্য নেতৃত্ব। ছয় কেন্দ্রে ভোটপর্ব কী করে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে, সেসম্পর্কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় তৃণমূল ভবন থেকে। সকালের দিকে ইভিএম বিভ্রাট নিয়ে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনে। এছাড়াও মাদারিহাটে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দাপাদাপি নিয়ে কমিশনে অভিযোগ জানানো হয়। তাদের তরফে বলা হয়, কেন্দ্রীয় বাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। হাড়ায়ায় আইএসএফ প্রার্থী ভোট প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করেছেন বলেও কমিশনে অভিযোগ জানায় তৃণমূল। ভাটাপাড়ায় যে গুলি-খুনের ঘটনাটি ঘটেছে, তার সঙ্গে নৈহাটি ভোট প্রক্রিয়ার কোনও সম্পর্ক নেই বলেও দাবি তৃণমূলের। ওই ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিরোধীরা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেছিল বলেও নির্বাচন কমিশনকে জানায় তৃণমূল।
মোটের উপর দিনভর যে ভোট হয়েছে, তাতে তৃণমূল শিবিরের দাবি, মাদারিহাট আসনেও এবার জোড়াফুল ফুটতে চলেছে। এই আসনটি ২০২১ সালে জিতেছিল বিজেপি। বাকি সিতাই, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর ও তালড্যাংরা আসন তৃণমূলের হাতেই থাকবে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, বিরোধীদের সংগঠন ও জনসমর্থন নেই। বিরোধীরা গোহারা হচ্ছে। তাই ভোটের দিনে নাটক করার চেষ্টা করেছে ওরা। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, রাজ্যে স্থায়ী সরকার রয়েছে। এই সরকারের পাশে থাকারই বার্তা দিয়েছেন উপ নির্বাচন সংশ্লিষ্ট এলাকার মানুষজন।