বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
মেলার মূল আয়োজক বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে মাত্র ৩০৪ বর্গ মিটার জায়গা দিলেও তারই মধ্যে সাজিয়ে তোলা হবে বাংলার প্যাভিলিয়ন। কৃষি বিপণন এবং প্রাণিজ সম্পদ বিভাগের পক্ষে বাংলার যেসব দেশীয় পণ্য রয়েছে, তা বিক্রি করা হবে। আন্তজার্তিক বাণিজ্য মেলায় এক একদিন এক একটি রাজ্যের নামে উল্লেখ করা হয়। সেই মতো আগামী ২৬ নভেম্বর দিনটিকে ‘পশ্চিমবঙ্গ রাজ্য দিবস’ হিসেবে পালন করা হবে। ২৭ তারিখ পর্যন্ত চলবে মেলা। সিনিয়র সিটিজেন এবং দিব্যাঙ্গদের জন্য প্রবেশ মূল্য ফ্রি হলেও ছোটদের জন্য ৪০ এবং বড়দের টিকিট ৮০ টাকা। ছুটির দিনে এটিই বেড়ে যথাক্রমে ৬০ এবং ১৫০ টাকা।