বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন। ... বিশদ
এ নিয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, আবেদনপত্রটি খতিয়ে দেখার পর বুঝতে পারি সেটি ভুয়ো। সঙ্গে সঙ্গেই পুলিসে লিখিত অভিযোগ করা হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি এরকমই একটি ভুয়ো নিয়োগপত্রের ভিত্তিতে হাইকোর্টে মামলা করেন এক ব্যক্তি। ওই নিয়োগপত্রটিও যে ভুয়ো, পর্ষদ তা আদালতকে অবগত করে। বিচারপতি অবাক হয়ে সেই ব্যক্তিকে প্রশ্ন করেন, কোন সাহসে তিনি ভুয়ো নিয়োগপত্রের ভিত্তিতে চাকরি চেয়ে মামলা করেছেন! তখন সেই ব্যক্তি ক্ষমা চেয়ে মামলা প্রত্যাহারের কথা বললেও বিচারপতি তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। সেই তদন্ত চলছে বলে খবর।