বিশেষ কোনও পারিবারিক কারণে মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। কাজকর্মের ক্ষেত্রে বিশেষ সুখবর পেতে পারেন। ... বিশদ
বুধবার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে বর্ধমান পৌঁছন মুখ্যমন্ত্রী। তবে আবহাওয়া খারাপ হওয়ায় সিদ্ধান্ত হয়, তিনি সড়কপথে ফিরবেন। দুপুর ২টো নাগাদ সভাস্থলের ৩০০ মিটার দূরেই ঘটে বিপত্তি। মাথায় আঘাত পাওয়ায় কিছুক্ষণের জন্য থমকে যায় তাঁর কনভয়। তারপর মাথায় রুমাল চেপেই রওনা দেন তিনি। পথে প্রাথমিক চিকিৎসা সেরে সাড়ে ৩টে নাগাদ সরাসরি নবান্নে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে রাজভবনে যান রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে। সুপ্রিম কোর্টের নির্দেশে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়েই ছিল বৈঠক। ২৬ জানুয়ারি ফের তাঁদের সাক্ষাৎ হবে বলে বেরিয়ে জানান তিনি নিজেই। তখনই এদিনের দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত জানা যায় তাঁর থেকে। তিনি জানান, সভাস্থল থেকে বেরিয়ে তাঁর গাড়ি জিটি রোডে ওঠার সময়ই একটি গাড়ি প্রবল বেগে সামনে এসে পড়ে। বাধ্য হয়ে গাড়িচালক জোরে ব্রেক কষেন। তখনই তিনি আঘাত পান। তাঁর কপাল ফুলে যায়, রক্তও বের হয়। এতে মারাত্মক অঘটনও ঘটে যেতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা। তবে পাশাপাশি জানিয়েছেন, পুলিস এই ঘটনার তদন্ত করবে এবং আইন আইনের পথেই চলবে।