নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত শুক্রবার রাত সোয়া একটা নাগাদ আইএনটিটিইউসি নেতা হান্নান গাজি তাঁর দোকান বন্ধ করে এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন। বারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কালিয়া নিবাস এলাকায় তাঁকে পিছন থেকে ধাক্কা মারে একটি স্করপিও গাড়ি। বারাকপুর বি এন বসু হাসপাতাল নিয়ে গেলে ডাক্তাররা এই তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু পরিবারের দাবি, এটা পথ দুর্ঘটনা নয়, পরিকল্পিত খুন। ওই ঘটনায় পুলিস কাউকে গ্রেপ্তার করতে না পারলেও বিষয়টি নিয়ে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা সোচ্চার হন। পুলিস কোনও সূত্র খুঁজে না পেলেও বন্ধুরা বিভিন্ন এলাকার সিসি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করেন। এর পরেই এলাকার লোকদের হাতে আসে চাঞ্চল্যকর সিসি ফুটেজ। সেখানে দেখা যায়, একটি স্করপিও গাড়ি দ্রুতগতিতে রাত ১টা ১৪ মিনিটে পলতা রেল লাইন পার হয়ে চলে যাচ্ছে। সেই গাড়িটির খোঁজ পান এলাকাবাসী। গাড়িতে লাগানো একটি শিবমূর্তি দেখে তাঁরা চিনতে পারেন। এরপরই গাড়ি মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই গাড়িটি তিনি লিজে দিয়েছেন আবু কালামকে। এলাকাবাসীরা আবু কালাম, আমিনুল গাজি ও রাহুল শেখকে ধরে পুলিসে খবর দেন। কিন্তু আমিনুল ও রাহুল সেখান থেকে পালিয়ে যায়। পুলিস আবু কালামকে গ্রেপ্তার করে। যে কাজ করার কথা ছিল পুলিসের, সেই কাজ করেন এলাকাবাসীরা।
হান্নান গাজির দাদা বলেন, আমার ভাইকে গাড়ি চালিয়ে খুন করা হয়েছে। আমরা সিসি ক্যামেরা ফুটেজ দেখে একটি স্করপিও গাড়িকে চিহ্নিত করেছি। পুলিসকে বিস্তারিত বলেছি। আমরা একজনকে ধরে দিয়েছি। বাকিদেরও খোঁজ করছি। আমরা নিশ্চিত আমাদের ভাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। কাউকে ছাড়া যাবে না।